বলিউডের সব থেকে ধনী তারকা জুটির আট হাজার কোটির সম্পত্তি! তবে বিরুষ্কা, দীপবীর বা রণলিয়া নন বলিউডে এমন তারকা দম্পতি রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ আকাশ ছুঁয়েছে। সেই তালিকায় রয়েছেন, বিরাট-অনুষ্কা, রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা-সহ আরও অনেকে। তবে এঁদের মধ্যে কেউই দেশের সবচেয়ে ধনী তারকা দম্পতি নন।
Posts
Showing posts from December, 2023
- Get link
- X
- Other Apps
নির্বাচনে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হল না মাহিয়া মাহির, বাতিল হল নায়িকার মনোনয়নপত্র নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়তে চেয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু নায়িকার সে স্বপ্ন পূরণ হল না। অভিনেত্রীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার তথা জেলাশাসক শামিম আহমেদ। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘যুগান্তর’ সূত্রে খবর, সঠিক তথ্য জমা দেননি অভিনেত্রী। তাই বাতিল করা হয়েছে তাঁর মনোনয়নপত্র। শুধু তাই নয়, সই নিয়েও অনেক সমস্যা হয়েছে। নায়িকার স্বাক্ষর নাকি মেলেনি। তাই মাহির মনোনয়নপত্র সটান বাতিল করে দিয়েছেন জেলাশাসক। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জল্পনা, আঁচ নাকি আগেই পেয়েছিলেন মাহি। তাই নিজের সমাজমাধ্যমের পাতায় আগের দিন রাতেই পোস্ট করেছিলেন ইঙ্গিতপূর্ণ লেখা। তিনি লেখেন, “যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে
- Get link
- X
- Other Apps
মাহিয়া মাহি ঋণগ্রস্ত চিত্রনায়িকা মাহিয়া মাহির বার্ষিক আয় ৮ লাখ ২৫ হাজার টাকা। ব্যাংকে জমা আছে প্রায় আড়াই লাখ টাকা। এছাড়া ব্যবহার করেন ৫৬ লাখ টাকায় কেনা জিপগাড়ি। আছে ৩০ তোলা স্বর্ণ, যার দাম ১৫ লাখ টাকা। তবে তার কোনো স্থাবর সম্পদ নেই। ব্যাংক ঋণ আছে ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্রের সঙ্গে ইসিতে দাখিলকৃত হলফনামা থেকে এসব তথ্য উঠে এসেছে। মার্কেটিংয়ে বিবিএ পাস মাহিয়া মাহির নামে দুটি মামলার মধ্যে একটি মামলা নিষ্পত্তি হয়েছে। আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ হলফনামায় ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা। পাশাপাশি অভিনয় থেকে ৪ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় ১ লাখ ২৫ হাজার টাকা। মাহিয়া মাহির হাতে আছে দেড় লাখ টাকা। ব্যাংকে জমা আছে ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা। পাশাপাশি তার স্বামী রকিব সরকারের হাতে আছে ৩ লাখ টাকা এবং ব্যাংকে ২৫ কোটি ৮১ লাখ ৫৫০ টাকা... প্রসঙ্গত, হলফনামার তথ্যে ভুল থাকায় মাহিয়া মাহির প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছিলেন রাজশাহী রিটার্নিং কর্মকর্তা। তবে তিনি ইসিতে আবেদন করে প্রার্থিতা ফিরে পান।
- Get link
- X
- Other Apps
বছর শেষে দারুণ অফার নিয়ে হাজির হন্ডা। ইয়ার-এন্ড অফারের ঘোষণা করেছে সংস্থা। যেখানে কম EMI এর পাশাপাশি থাকছে ক্যাশব্যাক। নির্দিষ্ট কয়েকটি বাইকের উপর এই সুযোগ-সুবিধার ঘোষণা করেছে সংস্থা। ডিসেম্বরে যারা নতুন বাইক কিনতে যাচ্ছেন তারা এই অফারের লাভ তুলতে পারবেন। 2024 আসার আগে নতুন বাইকের শখ পূরণ হবে বেশ সস্তায়। Honda Bikes : বয়স 18 থেকে 25? ডিসেম্বরে ব্যাপক সস্তায় হন্ডা সাইন, সিবি350 কেনার সুযোগ হন্ডা তাদের একাধিক বাইকের উপর ইয়ার-এন্ড অফারের ঘোষণা করেছে। শুধু মোটরসাইকেল নয় তালিকায় রয়েছে স্কুটারও। সবথেকে বেশি ছাড় দেওয়া হয়েছে সিবি350 রেঞ্জের বাইকের। তবে যাদের বয়স 18 থেকে 25 বছর তাঁরা এই লাভ আরও ভালো ভাবে তুলতে পারবেন। ইয়ার-এন্ড সেলের অধীনে একাধিক বাইক ও স্কুটারে অফার ঘোষণা করা হয়েছে। প্রথম যে অফার রয়েছে তা পাবেন সিবি350 রেঞ্জের বাইকে। সিবি350 এবং সিবি350 আরএস বাইকের উপর 12,800 টাকা ক্যাশব্যাক রাখা হয়েছে। তবে এই অফার সবাই পাবেন না।
- Get link
- X
- Other Apps
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : একেই বাজারে অগ্নি মূল্য দাম সেখানে সংসার খরচ সামলাতেই হিমশিম খান মধ্যবিত্ত পরিবার। তার মাঝে যদি গাড়ি তেলের খরচ পকেট ছাড়িয়ে যাই তার থেকে দুর্ভোগের কিছু নেই। কিন্তু মধ্যবিত্তদের স্বস্তি দিতে ইতিমধ্যেই বাজাজ দারুন মাইলেজ সম্পন্ন বাইক লঞ্চ করে ফেলেছে। আসলে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে স্বপ্নপূরণের কথা বললে সবথেকে জনপ্রিয় দুচাকার যান বাজাজের গাড়ি। এমনই একটি বাইক Bajaj CT110, কমিউটার বাইকের জগতে ব্যাপক জনপ্রিয় এই মোটরসাইকেল। বাইকটিতে যেমন পাওয়া যাবে দারুন মাইলেজ তেমন বাইকের মেন্টেনেন্স খরচও কম আবার দামও সাধ্যের মধ্যে। ডিজাইন সাধারণ রাখা হলেও কাজের দিক থেকে এটি হতে পারে বেস্ট অপশন। এই বাইকের ইঞ্জিনে রয়েছে 115 সিসি সিঙ্গেল সিলিন্ডার যা 8.6পিএস শক্তি এবং 9.81 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে পাবেন ফোর স্পিড গিয়ার। এছাড়াও এতে পাবেন হাইড্রোলিক টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে স্প্রিং ইন স্প্রিং। মোটর বাইকটির সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘন্টা। বাইকটিতে যেমন পাওয়া যাবে দারুন মাইলেজ তেমন বাইকের মেন্টেনেন্স খরচও কম আবার দামও সাধ্যের মধ্যে। ডিজাইন সাধারণ রাখা হলে